আরও দেখুন
সোমবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেতে শুরু করে। এটি মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট—উভয় দিক থেকেই কিছুটা বিস্ময়কর, বিশেষ করে যখন ক্রিসমাসের সপ্তাহ শুরু হয়েছে। সোমবার ইউরোজোন এবং যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি বা কোনো ইভেন্ট নির্ধারিত ছিল না; তবুও, ইউরোর মূল্য ৭০ পিপস বেড়েছে। আমাদের দৃষ্টিতে EUR/USD পেয়ারের এমন মূল্য বৃদ্ধি পুরোপুরি যৌক্তিক। উপরন্তু, আমরা আগেই সতর্ক করেছিলাম যে "থিন" বা স্বল্প লিকুইডিটিসম্পন্ন মার্কেটে আরও বেশি প্রবণতাভিত্তিক অস্থির মুভমেন্ট দেখা যেতে পারে—এমনকি গত কয়েক সপ্তাহ বা মাসের তুলনায়ও। এবং এই ধরনের মার্কেটে সহজেই সামান্য ইনফ্লো কিংবা টেকনিক্যাল ব্রেকআউট দ্বারা মার্কেটকে নাড়িয়ে দেওয়া সম্ভব। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, সোমবার সকালে এই পেয়ারের মূল্য দুটি ডিসেন্ডিং ট্রেন্ডলাইনের উপরে স্থির হয়ে যায়, পাশাপাশি দীর্ঘমেয়াদে অ্যাসেন্ডিং ট্রেন্ডলাইনের প্রাসঙ্গিকতা এখনও বজায় রয়েছে। তাই, নতুন ট্রেডাররা এই মোমেন্টামের শুরুতেই লং পজিশন ওপেন করতে পারতেন। এই মুহূর্তে দৈনিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্য আবার 1.1400–1.1830-এর সাইডওয়েজ চ্যানেলের উপরের লাইনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এবার এই রেঞ্জ ব্রেক করার পূর্ণ সম্ভাবনা রয়েছে। আমাদের মতে, হয়তো ক্রিসমাস ও নববর্ষের সময়ই এই পেয়ারের মূল্য গত ছয় মাস ধরে দৃশ্যমান ফ্ল্যাট রেঞ্জ হতে বের হয়ে এসেছে।
সোমবার ৫-মিনিটের টাইমফ্রেমে দুটি বাই সিগনাল গঠিত হয়। প্রথমত, এই পেয়ারের মূল্য 1.1745–1.1754 এরিয়া ব্রেক করে ঊর্ধ্বমুখী হয় এবং তারপর আবার সেই লেভেল থেকে উপরের দিকে রিবাউন্ড করে। সুতরাং, যারা প্রথম সুযোগ কাজে লাগাতে পারেননি, তাদের জন্য ঘণ্টাভিত্তিক টাইমফ্রেম থেকে পাওয়া সিগনালের ভিত্তিতে দ্বিতীয়বার লং পজিশন ওপেন করার সুযোগ ছিল।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে বর্তমানে EUR/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা গঠিত হচ্ছে। এই পেয়ারের মূল্য খুব শিগগিরই 1.1800–1.1830 এরিয়া টেস্ট করতে পারে, যা দৈনিক টাইমফ্রেমে ফ্ল্যাট চ্যানেলের উপরের সীমানা। এবার এই পেয়ারের মূল্যের এই রেঞ্জ ব্রেক করে যাওয়ার বাস্তব এবং শক্তিশালী সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে, মার্কিন ডলারের জন্য মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট এখনো নেতিবাচক রয়ে গেছে। তাই, মধ্যমেয়াদে আমরা EUR/USD পেয়ারের মূল্য বৃদ্ধির প্রত্যাশা করছি।
মঙ্গলবার, নতুন ট্রেডাররা 1.1745–1.1754 এরিয়া থেকে ট্রেড করতে পারেন। সোমবার ইতোমধ্যে দুটি কার্যকর বাই সিগনাল গঠিত হয়েছে। থিন মার্কেটের সময় মঙ্গলবারও এই ঊর্ধ্বমুখী মোমেন্টাম অব্যাহত থাকতে পারে। তবে, আজ কিছু ফান্ডামেন্টাল ইভেন্ট রয়েছে, তাই মার্কেটে যেকোনো ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ লেভেলগুলো হলো 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1550, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1808, 1.1851, 1.1908, এবং 1.1970-1.1988। মঙ্গলবার ইউরোজোনে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই বা কোনো বা অর্থনৈতিক প্রতিবেদনও প্রকাশিত হবে না, কিন্তু যুক্তরাষ্ট্রে জিডিপি, শিল্প উৎপাদন ও ডিউরেবল গুডস অর্ডার সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হবে। এসব প্রতিবেদনের ফলাফল বেশ গুরুত্বপূর্ণ, তাই মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টির প্রত্যাশা করাই স্বাভাবিক।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।