empty
 
 
08.01.2026 10:42 AM
মার্কিন স্টক মার্কেটের আপডেট: ৮ জানুয়ারি – S&P 500 ও নাসডাক সূচকে তীব্র দরপতন পরিলক্ষিত হয়েছে
গতকাল মার্কিন স্টক মার্কেটে বেশ মিশ্র ফলাফলের সাথে দৈনিক লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.34% হ্রাস পেয়েছে, অন্যদিকে নাসডাক 100 সূচক 0.14% বৃদ্ধি পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক 0.94% পতনের মধ্যে দিয়ে দিন শেষ করেছে।

This image is no longer relevant

অর্থনৈতিক প্রতিবেদনের দুর্বল ফলাফলের পাশাপাশি ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের দরপতনের মধ্যে বিনিয়োগকারীরা সুরক্ষিত সম্পদের দিকে ঝুঁকেছেন, যার ফলে ট্রেজারি বন্ডের দর বাড়তে থাকে। ফলে বন্ডের লভ্যাংশের হার প্রায় এক বেসিস পয়েন্ট কমে 4.13%-এ স্থির হয়েছে। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে সুদের হার সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে সতর্ক অবস্থান অব্যাহত রাখার ইঙ্গিত দেওয়ায় অস্ট্রেলিয়ান বন্ডের দরও বৃদ্ধি পেয়েছে। জাপানের ৩০-বছর মেয়াদী সরকারি বন্ড নিলামে পূর্বাভাসের তুলনায় সামান্য বেশি মূল্যে লেনদেন হওয়ায় জাপানি বন্ড ফিউচার আগের বৃদ্ধি ধরে রাখতে পেরেছে।

এশিয়ার স্টক মার্কেটেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে, ঠিক যেমনটি ইউরোপীয় এবং মার্কিন ইকুইটি সূচকের ফিউচারের ক্ষেত্রেও আজ দিনের শুরুতে পরিলক্ষিত হয়েছে।

কমোডিটি মার্কেটে দরপতন হয়েছে: প্লাটিনামের দর 3.7% এবং রুপার দর 3.3% হ্রাস পেয়েছে, ফলে এই দুটি মূল্যবান ধাতু দরপতনের দিক থেকে শীর্ষে রয়েছে। স্বর্ণের দর 1% কমেছে। অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর নিয়ন্ত্রণ আরও কঠোর করার নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ায় তেলের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। নিকেলের মূল্য কিছুটা কমেছে, যা লন্ডন মেটাল এক্সচেঞ্জে গত মঙ্গলবার তিন বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতার পরে ঘটেছে।

বৃহস্পতিবার মার্কিন শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশের ফলে ফেডারেল রিজার্ভের সম্ভাব্য পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা বেড়ে যাওয়ায় স্টক মার্কেটে আবারও দরপতন দেখা যায়। ADP রিসার্চের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে বেসরকারি খাতে মাত্র ৪১,০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেখানে ৫০,০০০ কর্মসংস্থান সৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছিল।

মার্কিন শ্রম বিভাগ থেকে ডিসেম্বর মাসের কর্মসংস্থান সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন শুক্রবার প্রকাশিত হবে, যা একাধিক মাস পর প্রথমবারের মতো স্বাভাবিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে—কারণ গত বছর যুক্তরাষ্ট্রের ছয় সপ্তাহব্যাপী সরকারি কার্যক্রম বন্ধ থাকার ফলে তথ্য সংগ্রহ কার্যক্রম ব্যাহত হয়েছিল।

স্পষ্টতই, ২০২৬ সালে শক্তিশালী সূচনার পর মার্কেট অস্থায়ীভাবে 'বিরতির' মধ্যে রয়েছে এবং শুক্রবার প্রকাশিত গুরুত্বপূর্ণ কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের আগে বেশিরভাগ ট্রেডারই ঝুঁকি নেওয়া থেকে বিরত রয়েছেন। যদিও জানুয়ারিতে সুদের হার হ্রাস করা হবে বলে কেউই আশা করছেন না, তবে কবে তা শুরু হবে এ বিষয় নিয়ে বিতর্ক এখনো বহাল রয়েছে।

এদিকে, স্বর্ণের দাম টানা দ্বিতীয়দিনের মতো হ্রাস পেয়েছে, কারণ আগামী দিনের জন্য নির্ধারিত কমোডিটি সূচকগুলোর বার্ষিক পুনঃসমন্বয়ের আগে ট্রেডাররা বিলিয়ন ডলারের ফিউচার চুক্তি বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন—যা আরও বিক্রির চাপ তৈরি করতে পারে।

This image is no longer relevant

S&P 500 সূচকের টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী আজ ক্রেতাদের প্রথম লক্ষ্য হচ্ছে সূচকটির মূলের $6,914-এর রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করানো। সূচকটির দর এই লেভেল অতিক্রম করলে সেটি ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার বার্তা দেবে এবং পরবর্তীতে $6,930-এর লক্ষ্যমাত্রায় পৌঁছানো সহজতর হবে। ক্রেতাদের জন্য আরও গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা হবে সূচকটির মূল্যকে $6,946 লেভেলের উপরে ধরে রাখা, যা তাদের অবস্থান আরও শক্তিশালী করে। যদি মার্কেটে ঝুঁকি গ্রহণ না করার প্রবণতার কারণে সূচকটির মূল্য নিম্নমুখী হয়, তাহলে ক্রেতাদের সূচকটির মূল্যকে $6,896 লেভেলের উপরে ধরে রাখার চেষ্টা করতে হবে। এই লেভেল ব্রেক করলে সূচকটির দর দ্রুত $6,883-এ নেমে যেতে পারে এবং সেখান থেকে $6,871 পর্যন্ত দরপতনের সম্ভাবনা তৈরি হতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.