empty
 
 
13.01.2026 10:41 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৩ জানুয়ারি

বর্তমানে বিটকয়েনের মূল্য $92,000-এর আশেপাশে স্থিতিশীল রয়েছে, যা অত্যন্ত ইতিবাচক একটি সংকেত এবং ভবিষ্যতে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনাকে আরও দৃঢ় করেছে। একই সময়ে, ইথেরিয়ামের মূল্য $3,100-এর উপরে অবস্থান করছে, যা $3,200-এ প্রত্যাবর্তনের আশাকে জিইয়ে রাখছে এবং ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা নির্দেশ করছে।

This image is no longer relevant

এদিকে, বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্স (WLFI) জামানত হিসেবে ক্রিপ্টো অ্যাসেট গ্রহণ করে ঋণ প্রদান শুরু করতে যাচ্ছে। ক্লাসিক DeFi মডেলের সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ এই নতুন উদ্যোগটি ২০২৬ সালে মূলধারায় প্রবেশ করছে এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট নিজেই এটি বাস্তবায়নের পথে রয়েছেন। WLFI তাদের এই নতুন ঋণপ্রদান পরিষেবা "WLFI মার্কেটস" পরিচালনার জন্য ডলোমাইটের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করবে।

WLFI মার্কেটসে প্রত্যাশিতভাবেই একটি সহজ মডেল অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে: ব্যবহারকারীরা তাদের ক্রিপ্টোকারেন্সি (যেমন বিটকয়েন, ইথেরিয়াম এবং জনপ্রিয় অল্টকয়েন) জামানত হিসাবে রেখে মার্কিন ডলারে ঋণ নিতে পারবেন। সুদের হার এবং ঋণের শর্ত জামানতের বাজারমূল্য এবং ঋণগ্রহীতার ক্রেডিট ইতিহাসের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।

এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে, WLFI ইনফ্রাস্ট্রাকচার হিসেবেডলোমাইটকে বেছে নিয়েছে, যা কোম্পানিটির নিরাপদ এবং প্রযুক্তিগতভাবে মানসম্পন্ন কার্যক্রমের নিশ্চয়তা প্রদানের অভিপ্রায়কে তুলে ধরে। বিশেষত উন্নত সাইবার নিরাপত্তাব্যবস্থার জন্য ডলোমাইট বিখ্যাত, যা হ্যাকিং ও অন্যান্য ডিজিটাল হুমকি থেকে কার্যক্রমকে রক্ষা করে।

তবে তা সত্ত্বেও, ক্রিপ্টোকারেন্সির মূল্যের তীব্র ওঠানামার ঝুঁকি এখনো প্রাসঙ্গিক রয়েছে।

দৈনিক ট্রেডিং কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথারের মূল্যের বড় ধরনের "পুলব্যাকের" সময় ট্রেডিং চালিয়ে যাব, কারণ আমি ধারণা করছি যে মার্কেটের দীর্ঘমেয়াদি বুলিশ প্রবণতার ধারাবাহিকতার এখনো সমাপ্তি ঘটেনি।

স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের কৌশল এবং প্রাসঙ্গিক শর্তাবলী নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।

This image is no longer relevant

বিটকয়েন

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $93,200-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $92,300-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $93,200-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $91,800 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $92,300 এবং $93,200-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $90,700-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $91,800-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $90,700-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $92,300 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $91,800 এবং $90,700-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

This image is no longer relevant

ইথেরিয়াম

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $3,157-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $3,132-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $3,157-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $3,118 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $3,132 এবং $3,157-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $3,099-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $3,118-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $3,099 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি মূল্য $3,132-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $3,118 ও $3,099-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.